গান: অকূল গাঙে ধরলাম পাড়ি
কথা ও সুর: আবু বকর সিদ্দিক

অকূল গাঙে ধরলাম পাড়ি রে (দয়াল)
তোমারই নাম ভরসায়
নিদানে পইড়াছি দয়াল
পার কর আমায় ॥

দুরু দুরু কাঁপে অন্তর
মনে লাগে ডর
উথাল পাথাল ঢেউ দেইখা মোর
প্রাণ করে থর থর
(আমি) কূল কিনারা পাই না খুঁজে
নৌকা আমার সামাল দায় ॥

মেঘে মেঘে ছাইলো আকাশ
ডাকে গুরু গুরু
অন্ধকার আইলো ঘনাইয়া
বাদল হইলো শুরু
ঝড়ের বেগে পাল ভেঙ্গে যায়
করি কী এখন উপায় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *