গান: অগণন সৃষ্টির ভিড়ে
কথা: আবুল আলা মাসুম
সুর: মশিউর রহমান


অগণন সৃষ্টির ভিড়ে
মিলেনি তোমার কোন উপমা
দ্বাদশী উজ্জ্বল চন্দ্রিমাও
নয় কো তোমার সে তুলনা ॥

ভালোলাগা অনুরাগ ভালোবাসা
তোমার পরশেই বাঁধলো বাসা
জোছনা পেলো চাঁদ তোমার পরশে
সে ভালোবাসা আর কভু পাবে না ॥

তোমার তুলনা যে গো তুমি নিজে
তোমায় করতে স্মরণ আঁখি ভিজে
তোমার উন্নত সেই সে জীবন মান
কারো মাঝে আর কভু হবে না ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *