গান: অনুরাগে রঙিন গোলাপ তুলে
কথা: গোলাম মোহাম্মদ
সুর: মশিউর রহমান


অনুরাগে রঙিন গোলাপ তুলে
ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে
আমাদের চোখে প্রেম সুরমা আঁকা
ঈদের খুশি আজ মেলেছে পাখা ॥

সোনালি জরিন দিন আলো ঝরানো
দোলা দিলো দোলা দিলো মন ভরানো
বুকে প্রেম মুখ মিঠে হাসিতে মাখা ॥

আজ মহামিলনের চলেছে মিছিল
ঈদ এলো ঈদ এলো প্রেমে ঝিলমিল।

ঈদগাহ তুলেছি গড়ে প্রতি বুকে বুকে
হাসির হাসনাহেনা প্রতিটি মুখে
তাই চিরদিন এই স্মৃতি এঁকে রাখা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *