গান: অপরূপ মহিমা
কথা ও সুর: সোহাইল আহমদ খান
অপরূপ মহিমা
যার নেই তুলনা
আল্লাহ তুমি মহান
দয়ালু মেহেরবান ॥
তোমার ইশারায়
ফোটে কত ফুল পৃথিবীতে
যায় ভ্রমরা
গুনগুনিয়ে মধু খেতে
আল্লাহ তুমি যে মহান
পরিচয় দেয় ঐ নদী
অপরূপ সৃষ্টি ॥
আমরা হব আলোর পথিক
তোমার পথে
করে যাবো সব তোমারি সেই
খুশি মতে
আল্লাহ তুমি যে মহান
পরিচয় দেই আমি যদি
পাই শুধু তৃপ্তি ॥