গান: যে গানে শেখার কিছু নেই
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: জাফর সাদেক


যে গানে শেখার কিছু নেই
যা শুনে লেখার কিছু নেই
সে গান আমি শিখবো না
সে গান আমি লিখবো না
সে গান আমি গাইবো না (ভাই)
কোন কিছুতেই ॥

ভ্রান্ত পথিক পথ খুঁজে পায়
যে গান গেলে
সান্তনা পায় অশান্ত কেউ
যে সুর পেলে
সে গানেরই গায়ক হব
সে সুরেরই সাধক হব
সবার অলখেই ॥

অলসতার অন্ধকারে যে গান মনে
কাজের কথা স্মরণ করায় ক্ষণে ক্ষণে
সে গান আমি করবো তো
সে সুর আমি ধরবো তো
নিজের গরজেই ॥

আল কুরআনের আলোর দিকে
যে গান ডাকে
চিরকালই সফলতার ছবি আঁকে
সে গান আমি ছাড়বো না
কে বলে তা পারবো না
একটু চেষ্টাতেই ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *