গান: অশ্রুর ভিড়ে তবুও দেখেছি
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: শরীফ বায়েজীদ মাহমুদ

অশ্রুর ভিড়ে তবুও দেখেছি পুষ্পের বন
তবুও ঈদের চাঁদকে জানাই অভিনন্দন।

মুদ্রার ঘোড়া বাজারের বেড়া ক্রমাগত
জ্বালায়ে জ্বালায়ে দুর্দিন করে সমাগত
পকেট এবং থলের ভেতর ইঁদুরেরা
মধ্যবিত্ত বলের ভেতরে ইতরেরা
রান্না ঘরের ববিষণ্ণতায় হাঁড়ির তলা
কিংবা কড়াই অবাক এবং অচঞ্চলা
তবুও ঈদের চাঁদকে জানাই অভিবাদন
সর্বহারা সঙ্গে স্বাগত সম্ভাষণ।

মানুষের মনে নানা সংস্কার অধিগ্রহণ
সন্দেহ নীল খর প্রশ্নের অধিগমন
কঙ্কালসার গণ-স্বার্থের কফিনে শেষ
পেরেক ঠোকার আয়োজকদের ধুলছে কেশ
বাবড়ি দোলানো সিংহের মত সহিংস
এক থাবাতে সাবাড় করছে যে তিংশ
দেশে কি বিদেশে অসহ্য এক দাবাগ্নি
অসহ্য এক যুদ্ধের ধ্বনি উঠে রণে
অশ্রুর ভিড়ে তবুও দেখেছি পুষ্পের বন
তবুও ঈদের চাঁদকে জানাই অভিনন্দন।

মীরজাফরের পদভারে দেশ জর্জরিত
ক্লাইভ এবং ইস্ট ইন্ডিয়া সব জড়িত
বাংলাদেশের সর্বনাশের পেছনে আজো
জগৎশেঠেরা হয়নি তো শেষ তাদের কাজও
অধিকাংশ পণ্ডিত তবুও ঘুমকাতুরে
বুদ্ধিজীবী ও ব্যবসায়ী প্রায় জড়পাথরে
সময়ের চোখ লজ্জায় নত নিষ্পলক
ইতিহাস দেখো দাঁড়িয়ে একাকী করছে শোক
সর্বহারা সঙ্গে স্বাগত সম্ভাষণ
তবুও ঈদের চাঁদকে জানাই অভিবাদন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *