গান: আঁধারটা দূরে ঠেলে কুয়াশার জাল ছিঁড়ে
কথা: হুমাউন বিন খালিদ
সুর: মশিউর রহমান


আঁধারটা দূরে ঠেলে কুয়াশার জাল ছিঁড়ে
একদিন সূর্যটা উঠবে
তেমনি আমাদের এই কাফেলা
সত্য দিগন্তে ছুটবে
নতুন দিগন্তে ছুটবে ॥

সবহারাদের তরে এই কাফেলা
মজলুমানের তরে এই কাফেলা
নিঃশেষ করে দিয়ে জালিমের কালো হাত
বিজয় নিশানা উড়াবে ॥

লাঞ্ছিতদের তরে এই কাফেলা
বঞ্চিতদের তরে এই কাফেলা
ভেঙ্গে দিয়ে ঘুনে ধরা এ সমাজ এ ভুবন
নতুন ভুবন গড়বে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *