গান: আকাশটা গড়েছ আল্লাহ তুমি
কথা ও সুর: সুমন আজিজ

আকাশটা গড়েছ আল্লাহ তুমি
বৃক্ষ তরুলতা সবুজ ভূমি
বয়ে যাওয়া পবনের সুরে
তোমার মধুর নামটি শুনি
আল্লাহু আল্লাহু আল্লাহু ॥

পাহাড়ের বুক চিরে ঝর্ণাধারা
ছুটে চলে সাগর পানে
বন বীথিকা প্রাণ খুঁজে পায়
সেও প্রভু তোমার দানে
কোকিলের কুহু কুহু সুরে
তোমার মধুর নামটি শুনি ॥

ভ্রমরের গুনগুন গুঞ্জরণে
মুখরিত ফুলেল ধরা
পিউ পাপিয়ার গানের সুরে
জেগে ওঠে ঘুমের পাড়া
আজানের সুমহান সুরে
তোমার মধুর নামটি শুনি ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *