গান: আকাশ সুন্দর নদীও সুন্দর
কথা: রেজওয়ান চৌধুরী
সুর: শাহাবুদ্দীন


আকাশ সুন্দর নদীও সুন্দর
সুন্দর বনের ফুল
তারও চেয়ে সুন্দর আমার
পেয়ারা রাসূল ॥

নবীর রূপে দুনিয়া জাহান
সৃষ্টি হলো পেল রে প্রাণ
তার রূপেতে ধন্য হল
নিখিল মানব কুল ॥

জল-প্রপাতে জলের খেলা
সাঁঝ আকাশে তারার মেলা
নবীর রূপে লজ্জা পেয়ে
ভাঙল তাদের ভুল ॥

সূর্য ভাসে যে আকাশে
পরাণ জুড়ায় যে বাতাসে
সবাই নবীর রূপে পাগল
সবারই প্রাণ ব্যাকুল ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *