গান: আজান হলো ঐ শোনা যায়
কথা: আমির হামজা
সুর: দিদারুল ইসলাম
আজান হলো ঐ শোনা যায়
আসসালাতু খাইরু মিনান নাউম
ঘুমিয়ে আর থেকো না
এবার তুমি ভাঙ্গাও ঘুম।
অজু করে নামাজ পড়ো এক কাতারে সব
ধনী গরিব নেই ভেদাভেদ আল্লাহ সবার রব।
নামাজ পড়ে কুরআন তুমি মিষ্টি সুরে পড়
আল কুরআনের আলো নিয়ে নিজের জীবন গড়।
ক্লাসে তোমার সবাই বন্ধু নেই সাদা আর কালো
গরিব দুঃখীর করলে সেবা আল্লাহ বাসবে ভাল।