গান: আজো সেই চাঁদটা আসে রাতে
কথা: সোহাগ চৌধুরী
সুর: এস এম মঈনুল ইসলাম


আজো সেই চাঁদটা আসে রাতে
আজো তারারা মিতালি গড়ে চাঁদের সাথে
শুধু মা আসে না মা আসে না
আমাকে গল্প শোনাতে ॥

আছে সাজানো বাগান বীথি
আছে সেই ঘর
মা শুধু নেই পাশে
হয়ে গেছে পর
ঘুমহারা দুটি চোখ অভিমান করে
মা কেন আসে না ঘুম পাড়াতে ॥

আসে যখনি মিনার হতে
আজানের সুর
মনটা হয়ে যায়
বেদনা বিধুর
বলে না তো কেউ আর শিয়রে দাঁড়িয়ে
ঘুম ছেড়ে যা খোকা মসজিদেতে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *