গান: আজ এখানে কাল কী হবে
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

আজ এখানে কাল কী হবে তা জানি না
শুধু তুলতে চাই আখেরের ফসল
আমরা যে আল্লাহর পাগল ॥

জীবনের সকল দেয়া নেয়া
হয় গো যেন ইচ্ছাতে তোমার
সইতে পারি যেন হাসি মুখে
চলতে পথে পাওয়া আঘাত কাঁটার
ভুল হলে হই যেন অশ্রুসজল ॥

এসো মুখর করি ভালোবাসার গানে
কুরআনের জ্যোতি আনি প্রাণে প্রাণে
কালো সব করে দেই আলো ঝলমল ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *