গান: আজ রঙিন স্বপ্ন দেখে
কথা ও সুর: এস এম মঈনুল ইসলাম
আজ রঙিন স্বপ্ন দেখে
এক নিপুণ তুলিতে এঁকে
সম্মুখ পানে শুধু এগিয়ে যাই
এসো জীবনের জয়গান গাই
এসো স্বপ্নের সিঁড়ি বেয়ে জীবন সাজাই ॥
সাজাবো মোরা সুখের সকাল
ছন্দে ছন্দে বয়ে আসবে বিকাল
দিনের সুরুজটাকে আগলে রেখে
বিকেলের রোদটাকে হাওয়ায় দোলাই ॥
রাতের জোছনা হবে মোদের আশা
তারার মাঝে পাবো আলোর দিশা
স্বপ্ন হয় যেনো বাস্তবতা
সেই সন্ধানে এসো সবে মিশে যাই ॥