গান: আবার এলো রমজান
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: তাফাজ্জল হোসাইন খান
আবার এলো রমজান
মুক্তির নিয়ে বারতা
শান্তির নিয়ে বারতা
মোবারক মাস রহমের মাস
রহমের মাস মহীয়ান ॥
জীবনের যত পাপ কালিমা
মুছে দিয়ে এনে দিতে লালিমা
সকলের তরে সেই সিয়ামের দান
সিয়ামের দান অফুরান ॥
মানুষের সীমাহীন বেদনা
অসহ জীবনের যাতনা
ঘুচিবার তরে সেই সিয়ামের দান
সিয়ামের দান অফুরান ॥