গান: আমরা এনেছি স্বাধীনতা
কথা ও সুর: নূর মোহাম্মদ বিপ্লব
আমরা এনেছি স্বাধীনতা
আমরাই স্বাধীনতা রাখবো
আমরা তোমার জাগ্রত সন্তান
মাকে মা বলে ডাকবো ॥
শত্রু এলেই দেখ রুদ্র রোষে
দুর্জয় প্রতিরোধ গড়বো
রক্ত দিয়ে মাগো তাকে
নিশ্চয়ই প্রতিকার করবো
আমরা রয়েছি প্রহরী তোমার
চিরদিন পাহারায় থাকবো ॥
ঝঞ্ঝা দেখে বল ভয় কী মাগো
আমরাও প্রাণপনে লড়বো
শক্ত হাতে দেখ ঝঞ্ঝা ঝড়ে
বজ্রের টুটি চেপে ধরবো
আমরা ঢেকেছি রাতের আঁধার
মনের আঁধার যত ঢাকবো।