গান: আমরা প্রভাতের ঘুম ভাঙা পাখি
কথা ও সুর: সংগ্রহ
আমরা প্রভাতের ঘুম ভাঙা পাখি
সবার আগে উঠবো জেগে
ঘুমিয়ে সারা রাতি ॥
সকালের সূর্যকে জাগিয়ে দেব
ঝলমলে পৃথিবীর জন্য
তিমির অন্ধকার বিলীন হবে
সবার জীবন হবে ধন্য
আনন্দ বাগানে প্রজাপতি হয়ে
করবো মাতামাতি ॥
বনের পাখিগুলো উঠবে জেগে
কিচির মিচির কোলাহলে
বাগানের ফুলগুলো বিলাবে সুবাস
আমাদের কলকাকলিতে
আমরা প্রভাতের নিদ ভাঙ্গাতে
জাগরিত ভোরের সাথী ॥