গান: আমরা যে চাই সবারই সুখ
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

আমরা যে চাই সবারই সুখ
দেশের ভালো
নতুন প্রভাত আলো ঝলমলো ॥

কেউ থাকবে না পড়ে আর পথের পরে
কেউ কাঁদবে না অনাহারে অনাদরে
কুরআন আবার মুছে দেবে
মজলুমানের সব ব্যথাগুলো ॥

এসো ঘূণে ধরা এ সমাজ ভেঙ্গে ফেলি
এসো কুরআনের আলোকিত পথে চলি
আসবে সুদিন ঘরে ঘরে
রইবে না আর আঁধার কালো ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *