গান: আমরা শিশু আমরা কিশোর
কথা ও সুর: সংগ্রহ
আমরা শিশু আমরা কিশোর আমরা নবীন মাঝি
সাত সম্দ্দুর পাড়ি দেব জীবন রেখে বাজি ॥
ভয় করি না ঝঞ্ঝা তুফান রাতের গহীন কালো
চোখের তারায় ঝিলিক মারে দীপ্ত আশার আলো
ন্যায়ের পথে পা ফেলি তাই জঙ্গি জোয়ান সাজি ॥
দুঃখ শোকে আজকে যারা ফেলছে চোখের পানি
ভালোবেসে কাছে এসে আমরা নেব টানি।
বুকের সাথে বুক মেলাবো মিষ্টি হাসি দিয়ে
ব্যথার ভাগি চাইবো হতে দুঃখীর পাশে গিয়ে
হৃদয়টাকে উজাড় করে আমরা দিতে রাজি ॥