গান: আমরা শিশু-কিশোর মনি চাঁদ উঠেছে ওই
কথা: কেএম মনীর হুসাইন
সুর: শাহাবুদ্দীন


আমরা শিশু-কিশোর মনি চাঁদ উঠেছে ওই
ঈদ হরষে গরিব ধনী চল করি হৈ চৈ ॥

বাঁকা চাঁদের সঙ্গে সবে চল ঘোষণা করি
মিলেমিশে আমরা যেন সোনার ভুবন গড়ি
সময় এলো আজকে তবে
একসাথে সব হই ॥

ঈদের দিনের মত যেন সারা বছর হয়
ধনী গরিব নাই ভেদাভেদ মিলেমিশে রয়
মন্দ কর্ম ছাড়বো মোরা
আজকে শপথ লই ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *