গান: আমরা শিশু ফুলের কলি
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
আমরা শিশু ফুলের কলি
ফুলের মত হাসি
আমরা দুটি ডানা মেলি
ওই আকাশে ভাসি
আমরা ফোটাবো হৃদয়ে রজনীগন্ধা
এই হৃদয়ের ঘ্রাণ ছড়াবো সকাল সন্ধ্যা
সাইমুম সাইমুম সাইমুম ॥
দু’চোখের পাপড়ি তুমি
দাও গো খুলে দাও
বিভেদ আর দ্বন্দ্বগুলো
যাও গো ভুলে যাও
সম্প্রীতির এই সম্ভারে
নেই কোন মন্দা ॥
দুনিয়ায় ভ্রান্ত পথের
হাতছানি থেকে
মুক্ত আলোয় আমাদের
নাও না গো ডেকে
ভুল হলে শুধরে দিও
করো না নিন্দা ॥
আমাদের গান শুধু নয়
সুপ্ত বিনোদন
আমাদের গান যে সদা
সত্য পথের পণ
এই গানে সবাই জানাও
প্রাণ ভরে শ্রদ্ধা ॥