গান: আমরা সবাই এক নতুন দিনের
কথা ও সুর: আবদুস সালাম

আমরা সবাই এক নতুন দিনের
স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই
যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ
রবেই রবে কণ্টকময় ॥

বাধার পাহাড়গুলো মাড়িয়ে মোরা
মুক্তির মানজিলে হবো আগুয়ান
আল কুরআনের আলো ছড়িয়ে মোরা
ভেঙে দেব বাতিলের শত আয়োজন
আমাদের ধমনীতে বিজয়ের উল্লাস
পরাজয় পাবে না কো ঠাঁই ॥

জালিমের হাত যত সামনে আসুক
আমরাই প্রতিরোধ গড়বো আবার
মানুষের মনগড়া মন্ত্র ভেঙে
আনবোই সোনালি সে দিন রাশেদার
আমাদের বুক জুড়ে স্বপ্ন আঁকা তাই
আল্লাহর রাজ শুধু চাই ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *