গান: আমরা সবাই
কথা: ফররুখ আহমদ
সুর: আবদুল লতিফ

আমরা সবাই সত্য ন্যায়ের
উজ্জ্বল পথে চলবো
আমরা সবাই স্বদেশ প্রেমের
দীপ্ত শিখায় জ্বলবো ॥

আমাদের পথে যত সংশয়
আমরাও চলি ততো নির্ভয়
ভীরুতার যত বাধা বন্ধন
দৃপ্ত কদমে দলবো ॥

সূর্য সফল জীবনের দ্বারে
আমাদের যাত্রা থামবে
মুক্ত প্রাণের মনজিল ছায়
শান্তি কপোত নামবে।

আমরা পথিক দূর পাল্লার
আমরা সবাই সেনা আল্লাহর
যুগ যামানার আঁধারে মোরা
সূর্যের মত জ্বলবো ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *