গান: আমরা সুন্দর পৃথিবী চাই
কথা: মতিউর রহমান মল্লিক ও কে এম মুনীর হোসাইন
সুর: জাফর সাদেক


আমরা সুন্দর পৃথিবী চাই
প্রিয় বাংলাদেশ রাঙাতে চাই
এসো না নতুন প্রভাত আনি
থাকবে না হিংসা দুঃখ গ্লানি ॥

আজ সাইমুম সুরের পাখি গল্প গানে স্বপ্ন আঁকি
আজ সাইমুম নিত্য সরব সবাই মিলে করি উৎসব
উৎসব উৎসব উৎসব আজ সাইমুমেরই উৎসব ॥

ওই দেখো আকাশে সোনা ঝরা বাতাসে
বিধাতার কথাগুলো ভাসছে
তাই যেনো সাগরের মন ছুঁয়ে পাহাড়ে
কাক্সিক্ষত স্বরধ্বনি বাজছে ॥

আমাদের উৎসব
এই উৎসব এই আনন্দ
এই সংগীত নাট্য ছন্দ
চেতনার জন্যে কেবলই
জনতার প্রাণে জীবনের গানে
প্রেরণার জন্যে কেবলই ॥

মহা মিলনের ডেকে যাই যত
উদাত্ত আহ্বান
সময় এসেছে স্বদেশের তরে
হতে হবে কুরবান
ঐক্যবদ্ধ সংগ্রামী সাধনায়
মহামুক্তির বিপ্লবী বাসনায়
নিতে হবে সব সব উদ্ভব
প্রেমেরই জন্য কেবলই ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *