গান: আমাকে করেছো মুমিন মুসলমান
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

আমাকে করেছো মুমিন মুসলমান
এইতো পরম পাওয়া
রাখিও আমায় স্নেহের ছায়ায়
আর কিছু নেই চাওয়া
শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া
শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া ॥

নিত্য তোমার প্রেম পরশে
কাটুক আমার জিন্দেগী
সকল কাজে আমি যেন
করি তোমার বন্দেগী
রিজিক দিও হালাল পথে
হয় না যেন হারাম খাওয়া ॥

হেরার আলোয় দাও দেখিয়ে
মুস্তাকিমের ঠিকানা
দীন কায়েমের কঠিন পথে
জোগাও প্রাণে সান্তনা
মরণ দিও শাহাদাতের
শোনো গোলামের প্রার্থনা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *