গান: আমাদের উৎসব আমাদের আয়োজন
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: লিটন হাফিজ চৌধুরী


আমাদের উৎসব আমাদের আয়োজন
আমাদের উদ্যোগ আমাদের প্রয়োজন
আঁধারের দিক থেকে সবাইকে ডেকে ডেকে
তাঁরই দিকে আনবার জন্য ॥

আমরা তো শিল্পী এই নয়
আমাদের সব পরিচয়
আমরা তো ঈমানের পথে চলা সৈনিক
নেই নেই নেই তাতে কোন সংশয়
আমাদের পদ্ধতি আমাদের সংহতি
সত্যকে জানবার জন্য ॥

আমরা তো জড়ো হই জনতার
জাগরণের প্রেরণা হয়ে
সমবেত হই মোরা তাগুতের উৎখাতে
বিপ্লবী বাণী যতো কণ্ঠে লয়ে
আমাদের সংগ্রাম অবিরত অবিরাম
কালো হাত ভাঙবার জন্য ॥

আমাদের গানে গানে সুরে
কবিতায় সেই জয়গান
যাতে আসে আল্লাহর, আল্লাহর রাসূলের
পথ ধরে চলবার চির আহ্বান
এই কাজে কারো বাধা কোনদিন মানবো না
আর নেই কোন কথা অন্য ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *