গান: আমাদের চোখে মুখে সবুজের গান
কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: আবদুল্লাহ আল নোমান
আমাদের চোখে মুখে সবুজের গান
স্বপ্নরা হেসে হেসে আমাদের ভালোবেসে
সাহসের দ্বীপ জ্বেলে জাগায় পরাণ।
আমাদের চোখগুলো দেখে বহুদূর
আমাদের গানে আনে বিশ্বাসী সুর
শিক্ষা ও শক্তিতে গুরুজন ভক্তিতে
সবখানে চেতনার এই অভিযান।
আমাদের মনগুলো খুঁজে ফেরে
আলোর মশাল
বহুদূরে সরে যায় যেখানে ছড়িয়ে আছে
শয়তানী জাল।
আমাদের কানে বাজে সত্যের ডাক
অলসতা পিছুটান থাক পরে থাক
সত্যের সন্ধানে ছুটে চলি প্রাণপণে
শত সুরে গেয়ে যাই বিজয়ের গান।