গান: আমারই দেশ সোনার বাংলাদেশ
কথা ও সুর: সোহাইল আহমদ খান
আমারই দেশ সোনার বাংলাদেশ
আমার গানের দেশ
প্রাণের বাংলাদেশ
আমার প্রিয় বাংলাদেশ ॥
যে দেশের প্রকৃতির সুনিবিড় ছায়া
গড়ে তোলে জীবনের অকৃত্রিম মায়া
সে যে আমার সুরের দেশ
সোনার বাংলাদেশ ॥
যেখানে আমি পাই শুধু আশা
গড়ে তোলে হৃদয়ে সুখ ভালোবাসা
সে যে মায়া মমতারই
সুখময় আবেশ ॥