গান: আমার এই ছোট্ট জীবন
কথা: কে এম মুনীর হোসাইন
সুর: মেহরাজ মিঠু
আমার এই ছোট্ট জীবন
যেন এক মোমের বাতি
সেই থেকে পুড়ে পুড়ে যাচ্ছি গলে
সুন্দর আলো যদি নাইবা দিলে
কী লাভ হবে এই প্রজ্জ্বলন
বৃথা হয়ে যাবে সব আয়োজন ॥
আমার কাজ হলো আলো ছড়ানো
আঁধার ভেঙ্গে দিয়ে পথ দেখানো
এই যদি চাওয়া হয়
হবে না আলোর ক্ষয়
বিধাতার চাওয়াটাই করবো পূরণ ॥
জীবন কতদিন জানি না বাকি
আমি কি আমার কাজ করছি নাকি
সুপথের তাড়নায় দীপ যদি নিভে যায়
প্রশান্তি রবে তবু হলেও মরণ ॥