গান: আমার জীবনের প্রতিটি গান
কথা: আবুল আলা মাসুম
সুর: মশিউর রহমান
আমার জীবনের প্রতিটি গান যেন
হয় তোমারই জন্য
তোমাকে নিয়ে লেখা
গানগুলো যেন হয়
তোমাকে নিয়ে করা
সুরগুলো যেন হয়
অনন্য অনন্য ॥
কালো ওই কোকিলের হৃদয় কাড়া সুর
তোমার স্মরণেই ধন্য
তোমার কারণেই ময়ূরের রূপ হলো
অসামান্য অরণ্য
পিয়াল পাপিয়া কণ্ঠে পেল এতো
মুন্ধময় লাবণ্য ॥
গাছের পাতা দেখেছি
উর্ধ্বমুখি ওরা মুনাজাতের ভঙ্গিতে
মুখ নেই বলবে কথা
জিকির করে তাই নীরব সঙ্গীতে।
ঝর্ণা অবিরল তোমার নাম জপে
রূপে তাই এতো না তারুণ্য
ফুলের পাপড়ি দোলে তসবিহ পড়ে
তোমার সুবাসে মুগ্ধ অরণ্য
তোমার নাম নিতে কৃপণ হলো যারা
হলো ওরা বিপন্ন ॥