গান: আমার নবী সারওয়ার
কথা: জুবায়ের হুসাইন
সুর: রবিউল ইসলাম ফয়সল
আমার নবী সারওয়ার পড়ি দরুদ শতবার
আল্লাহ পাকের খাস নিয়ামত রাসূলে আকবার
রোজ হাশরে তিনিই দেবেন হাউজে কাওসার।
সাল্লেআলা নূরের রবি কামলিওয়ালা ধ্যানের ছবি
নিখিল জাহান উঠলো মেতে তার ছোঁয়া পেয়ে
সাইয়্যেদিনা পথের নকিব শাফিয়ানা চির নির্ভীক
পিউপাপিয়া মাতোয়ারা তার নামে গেয়ে
ঘুমের পাড়ায় জাগলো সাড়া কাটলো যে আঁধার আমার।
হাবীবানা পেয়ারে নাবী মাওলানা প্রেমের ছবি
তৃষিত বুকে তুমি হলে পিপাসারও জল
রোজহাশরে সহায় তুমি আবহায়াত দিও চুমি
পুলসিরাতে পার যেন পাই হয়ে যে সফল
মরুর ধুলি ধন্য হলো ছোঁয়াতে তোমার।