গান: আমার মায়ের জায়নামাযটা
কথা ও সুর: সোহাগ চৌধুরী

আমার মায়ের জায়নামাযটা
রয়ে গেছে বড় একা
চুপি চুপি যেন বলছে মাকে সে
দাও না একটু দেখা ॥

তাসবিটা পড়ে আছে জায়নামাযে
চশমাটা যেন আজও মাকে খোঁজে
মা হারা স্মৃতিগুলো শুধু যে কাঁদায়
যন্ত্রণাময় বেঁচে থাকা ॥

কষ্টরা জমা হল হৃদয়পুরে
স্বপ্নরা চলে গেল বহু দূরে
দুঃখের নোনাজলে ভেসে যায় বুক
কাঁদছে জীবন একা একা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *