গান: আমার মা আমার কাছে
কথা ও সুর: নাজমুল কবীর
আমার মা আমার কাছে
সবচেয়ে বড় ধন
মহান রবের পরে তিনি
বেশি প্রিয়জন ॥
জন্ম আমার ধন্য হলো
যে মার উদরে
জীবন আমার সঁপে দেব
সে মায়ের তরে
মা যে আমার নয়নমনি
আমার বুকের ধন ॥
মা আছে যার এই ধরাতে
সেই তো ভাগ্যবান
ক্ষমা চেয়ে নিতে পারে
মহান কৃপার দান।
এই পৃথিবীর সবচেয়ে দামী
মায়ের মুখের হাসি
জীবন আমার ধন্য যদি
সে থাকে খুশি
মা যে আমার জগৎ জোড়া
আমার জীবন মান ॥