গান: আমার যে কথা কাজে সবাই খুশি
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
আমার যে কথা কাজে সবাই খুশি
খুশি যদি তাতে না হয় পরোয়ার
বিফল হবে সেই কাজ আমার
আর যদি সকলে হয় গো বেজার
তবু যদি প্রিয় হয় সে কাজ খোদার
সফল হবেই হবে জীবন আমার
আল্লাহ তুমি যে কাজে খুশি হও
আমার দৃঢ়তা সে কাজে বাড়াও।
ঈমান তো আনেনি তোমার প্রতি
আবু জেহেল উতবা
আবার তোমাকে মেনেছিল
নবীর কত সাহাবা
নিজের চোখে দেখেও তারা
মানলো না নবীর কথাও।
আমার এ গান তাই সবার তরে
সেই কাজে আহ্বান
থাকবে যে নিয়তে খুলুসিয়াত
সরল পথের সন্ধান
খোদার কাছে চাইবো মোরা
সেই নিয়তের শক্তি দাও।