গান: আমি কি জায়নামাযে
কথা ও সুর: আবুল কাশেম
আমি কি জায়নামাযে
আমাকে ধরে রাখতে পারি
দীন কায়েমের কাজে সকাল সাঁঝে
আমি কি নিবেদিত থাকতে পারি ॥
আমার হয় কি মিরাজ নামাজের ভিতরে
বাড়ে কি জযবা আমার দীন কায়েমের তরে
মনটা কি ভালো কাজে প্রশান্তিতে ভরে
মন্দ পাপ কাজে কি যন্ত্রণাতে পড়ে ॥
আমি কি বিপদ আপদ সকল মুসিবতে
অবিচল থাকতে পারি আল্লাহ তায়ালার পথে
আমি কি মাবুদ আমার আল্লাহ তায়ালার সনে
যোগাযোগ রাখতে পারি শয়নে স্বপনে
আমি কি শুয়ে বসে দাঁড়িয়ে সবক্ষণে
ডাকতে পারি তাকে একান্ত গোপনে ॥