গান: আমি মেঘহীন বৃষ্টি
কথা ও সুর: শফিক আদনান

আমি মেঘহীন বৃষ্টি
সূর্যহীন রোদ্র
আমি তোমার সৃষ্টি ওগো
তুমি মহান আমি ক্ষুদ্র ॥

আমি সাত সাগরের মাঝে
শূন্য দ্বীপ
তুমি আমার মাঝে
জ্বালাও প্রদীপ
আমি ঋতুর রাজা নই
শরতের এক মুঠো ভাদ্র ॥

আমি দূর দিগন্ত জুড়ে
ছোট্ট ভূমি
তারা ভরা রাতের
স্রষ্টা তুমি
আমি বিশাল কিছু নই
নই ওগো আকাশের চন্দ্র ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *