আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর
আমি বলি খোদার পথে হোক এ জীবন পার ॥

নিজের জন্য করলি না তুই কিছু
আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু
কী যে করিস কোথায় থাকিস বুঝিনে কারবার ॥

যে পথ ধরে চলতে বলেন
আল্লাহ কাদের গণি
আপনি কি মা নিষেধ করেন
বলুন না আজ শুনি।

আল কুরআনের আহ্বানেও মা
ঘর ছেড়ে কি বাহির হবো না
চোখ মুছে মা চুপ করে যান ফুরায় কথা তার
একটু পরে কেঁদে বলেন হে খোদা নাও ভার ॥