গান: আয় আয় আয় রে সবাই
কথা ও সুর: আবুল কাশেম
আয় আয় আয় রে সবাই
গাই গাই গাই রে সবাই
বন্ধু গো আয় গাই না সবাই
গাই রে সবাই মিলে নূর নবীজীর গান
প্রেমে প্রেমে গানের সুরে
সুরে সুরে এসো ধরি মধুর তান ॥
যে নবীজী ছোট্ট বেলায় ছিলেন বড় ভালো
কাজের মাঝে খুঁজে পেতেন শান্তি সুখের আলো
মিথ্যা কভু বলতেন না
পাপের পথে চলতেন না
সেই নবীজীর ভালোবাসায়
কণ্ঠে আসুক সুরের বান ॥
জিবরীল তাকে বলেছিলেন, পড়ো আল্লাহর নামে
তোমার রবের পথে ডাকো ঘাম ও খুনের দামে
সে আদেশের অন্যথা তাঁর হয়নি কভু জীবনে
সেই ইতিহাস গেয়ে গেয়ে রাখবো যে স্মরণে
কখনো তা ভুলবো না
না কখনো ভুলবো না
তাঁর মতনই ন্যায়ের পথে
ধরবো মোরা ঐশী কুরআন ॥