গান: আয় রাসূলের পথে চলি আয়
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মশিউর রহমান
আয় রাসূলের পথে চলি আয়
দৃপ্ত দৃপ্ত শপথ নিয়ে
তার পথে ভাই চলতে গিয়ে
যাক না জীবন জীবন যদি যায় ॥
আয় রাসূলের জীবন থেকে
জিহাদ করার শিক্ষা গ্রহণ করি
যার যা আছে সবকিছু তার
উজাড় করে আবার সবাই লড়ি
শেষ করে দেই খোদাদ্রোহীর
সব আয়োজন কঠিন কঠোরতায় ॥
আয় রাসূলের কথা বলি আয়
সকল বাধা তুচ্ছ করে
ভয় বাধাহীন বজ্র স্বরে
সারা জাহান জয়ের ইশারায়।
আয় রাসূলের সমাজ গড়ি
সব মুজাহিদ ঐক্যবদ্ধভাবে
এই জিহাদে শেষ অবধি
বাঁচলে বাঁচি না হয় জীবন যাবে
আল কুরআনের বিজয় আনি
নতুন করে নতুন জামানায় ॥