গান: আয় রে ভাই আয় রে
কথা ও সুর: আবুল হোসেন মাসুদ

আয় রে ভাই আয় রে
আয় রে ছুটে
আয় রে সবে
আয় রে আয়-
আল কুরআনের ঐ হেরার পথে
আয় রে চলি মুক্তি রচি
আয় রে গড়ি প্রাণ ॥

আমরা যুবক বাংলাদেশের
দিতে পারি জান
এই হৃদয়ে রক্তে রচি
নয়া দিনের গান
অসহায় দুঃখীদের আজ বাঁচাতে
আয় রে সবে গড়ে তুলি
শক্তি অফুরান ॥

জলে ভিজে রোদে পুড়ে যারা খেটে মরে
কঠিন হাতে লাঙ্গল ঠেলে ফসল তোলে ঘরে
তাদের ঠোঁটে আজ হাসি দেখতে
আয় রে স্বার্থ ভুলে গিয়ে
আয় রে করি দান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *