গান: আয় রে মুমিন আয় ঈমানদার
কথা: আজিজুর রহমান
সুর: গোলাম মাওলা
আয় রে মুমিন আয় ঈমানদার
আয় রে খুশির ঈদগাহে
সকল কিছু বিলিয়ে দে
আল্লাহ যে তোর দীল চাহে ॥
সব ব্যথা সব দুঃখ ভুলে
আজকে মনের দুয়ার খুলে
আয় সিপাহী আয় মুজাহিদ
আয় এগিয়ে খোদার রাহে ॥
চায় যে রে তোর আগের মতো
মুক্ত উদার মন আবার
প্রেমের আলোয় রশনী হৃদয়
আয় এগিয়ে রাহী কাবার।
সেই আশা সেই অনুরাগে
আজও নিখিল নয়ন জাগে
কান পেতে শোন ফেরেশতারা
ডাকছে তোরে খোদার রাহে ॥