গান: আর কতকাল ভাসবো আমি
কথা ও সুর: আবদুল আলীম

আর কতকাল ভাসবো আমি
দুঃখের সারী গাইয়া
জনম গেল ঘাটে ঘাটে (আমার)
ভাঙা তরী বাইয়া রে আমার
ভাঙা তরী বাইয়া ॥

পরের বোঝা বইয়া বইয়া
নৌকার গলই গেছে খইয়া রে
আমার নিজের বোঝা কে বহিবে রে
রাখবো কোথায় যাইয়া ॥

এই জীবনে দেখলাম নদীর
কতই ভাঙা গড়া
আমার দেহ তরী ভাঙল শুধু
না জাগিল চড়া।

আমার ভবে কেউ কি আছে
দুঃখ কবো কাহার কাছে রে
আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে
তোমার পানে চাইয়া ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *