গান: আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
কথা ও সুর: দিদারুল ইসলাম

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
তুমি খালিক তুমি মালিক
তুমি আহাদুন সামাদুন
তুমি লা শারিক আল্লাহ
শেষ বিচারের স্বামী তুমি
রাহমানুর রাহীম ॥

তুমি সৃজিলে সারা জাহান অপরূপ রূপেতে
হাসি কান্না দুঃখ দিলে এই রঙ্গমঞ্চ বুঝতে
সঠিক পথের দিশা দিয়ে পাঠালে ধরায়
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ॥

তুমি মাটির বুকে ফসল দিয়ে করছো যে আহার দান
চন্দ্র সূর্য গ্রহ তারা দিলে তোমার নেয়ামাত অফুরান
গাছ-গাছালি দিয়ে তুমি দিলে পাখির গান
গাইছি সবাই তোমারই শান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *