গান: আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
কথা ও সুর: সোহাইল আহমদ খান
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
পাখির ঐ কলরবে আল্লাহু আল্লাহু
সাগরের গর্জনে আল্লাহু আল্লাহু
ঝর্ণার রুমঝুমে আল্লাহু আল্লাহু ॥
হৃদয় উজার করে আল্লাহু আল্লাহু
সিজদায় নুয়ে পড়ে আল্লাহু আল্লাহু
দুই হাত মোনাজাতে আল্লাহু আল্লাহু
দেহমন সঁপে দিয়ে আল্লাহু আল্লাহু
তোমার ঐ নাম জপি ॥
বিপদে মুসিবতে আল্লাহু আল্লাহু
সুখ ভরা হৃদয় বলে আল্লাহু আল্লাহু
তোমার করুণা পেতে আল্লাহু আল্লাহু
তোমার রহমত পেতে আল্লাহু আল্লাহু
তোমার ঐ নাম জপি ॥