গান: আল্লাহু আল্লাহু কী যে মধুর নাম
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

আল্লাহু আল্লাহু
কী যে মধুর নাম
ধরার তামাম মণি মুক্তায়
পান্না হীরায় সোনা দানায়
হয় না তাহার দাম ॥

আকাশ বাতাস সাগর নদী
গাইছে ও নাম নিরবধি
পাখ পাখালির কণ্ঠে শুনি
নিত্য অবিরাম ॥

ডাকলে ও নাম সোহাগ ভরে
নিত্য জোয়ার প্রেম সাগরে
রাখলে এ নাম মনের কাবায়
নাচে রক্তঘাম ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *