গান: আল্লাহ্ সুবহান তুমি মেহেরবান
কথা: গোলাম মোহাম্মদ
সুর: গোলাম মাওলা
আল্লাহ্ সুবহান তুমি মেহেরবান রাহীম
তোমার দয়ায় আকাশ জমিন
তুমি আলিউল আজিম।
তোমার রহম পেয়ে হলো ধরা পুস্পময়
মাঠে মাঠে ফসল ফলে
জীবন মধুর হয়
কী বলবো সেই গুণের কথা
তুমি অনন্ত অসীম।
নদীর পানি ছলাৎ ছলাৎ
তোমার নামে বয়
তুমি স্নেহের হাতে রাঙিয়ে দিলে এই বিশ্বময়
চাঁদ তারকা তোমার নামে
হলো আলোক রঙ্গিন।