গান: আল্লাহ আল্লাহ আল্লাহু
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী

আল্লাহ আল্লাহ আল্লাহু
জাল্লা জাল্লা জালালুহু
তাসবীহ পড়ি তোমার নামে
একসাথে সবাই দিয়ে পাল্লা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ ॥

তোমার রহম সদা বয়ে বয়ে যায়
ও নামের খুশবু ধরাতে ছড়ায়
ধরে নাও ধরে নাও কে আছো এমন
অশেষ করুণা পেতে হয়ো না কৃপণ ॥

তুমি বড়ই মেহেরবান
দিয়েছো নেয়ামত চির অফুরান
আরো তুমি দিয়েছো জ্ঞানের আলো
আছে কে তোমার মত বাসবে ভালো ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *