গান: আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ
কথা ও সুর: আবুল কাশেম
আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ
দমে দমে প্রতি দমে জপ রে মন আল্লাহর নাম
জানমাল দিয়ে কর দীন কায়েমের সংগ্রাম ॥
মানব দেহের শিরায় শিরায় ইবলিসেরই বিচরণ
মনের ভিতর কুমন্ত্রণা দিয়ে চলে সারাক্ষণ
দ্বন্দ্ব চলে নাফসের সাথে জিহাদ চলে অবিরাম ॥
তাই তো মুমিন দিনে যোদ্ধা রাতে তাহাজ্জুদ গোযার
সালাতে ঐ আল্লাহর সনে মিরাজ করে বারে বার।
তাগুতেরই উৎখাতে নবী রাসূল লড়েছেন
সমাজ রাষ্ট্র সকলখানে আল্লাহরই রাজ গড়েছেন
আল্লাহরই রাজ গড়ে আবার বাঁচাও রে বিশ্বজাহান ॥