গান: আল্লাহ তুমি অপরূপ
কথা: খোরশেদ আলম
সুর: মশিউর রহমান


আল্লাহ তুমি অপরূপ
নেই যে তোমার তুলনা
তুমি বড় দয়াবান
তোমার তো নেই সীমানা ॥

মৌমাছি ফুলে ফলে বনে বনে
তোমারই গুণ গাহে গুঞ্জরনে
এই ধরণী করেছো সৃজন
এসব তোমার করুণা ॥

তোমার মায়া তোমার দয়া
পৃথিবী জুড়ে তোমার ছায়া।

লাখো কোটি মুমিনের মনে প্রাণে
কোকিলের কুহু কুহু মধুর গানে
দিয়েছ তুমি কী সুধা
তুমি মনের বাসনা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *