গান: আল্লাহ নবীর নাম লাও
কথা ও সুর: আব্দুল লতিফ
এখনো সময় আছে
আল্লাহ নবীর নাম লাও
আল্লাহ নবীর নাম
ভালাই যদি চাওরে বাছা
আখিরাতের কাম করো
আখিরাতের কাম
ছাড়তে হবে এ ঘর বাড়ি
যখন হবে সমন জারি
থাকবে পড়ে বাদশাহী তোর
বালাখানার এই আরাম
তোর বধির ভারি বোঝারে তুই
রাখবি কোথায় ঢাকি
সর্ব অঙ্গ সাক্ষী দেবে
চলবেনা আর ফাঁকি
চলবে নারে ফাঁকিবাজি
খোদে খোদা হবেন কাজী
এই ধান কোন কাজ দেবে না
পাইতে বেহেশতের মাকাম