গান: আল কুরআনকে ভালোবেসে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

আল কুরআনকে ভালোবেসে
প্রাণ দিয়েছিল যারা
আজকে দেখো সামনে এসে
রক্তমাখা শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তারা ॥

আজকে তাদের প্রশ্ন শুধু যেন
আল কুরআনের দীন আসে না কেন
কেন আজও হয় না জয়ী মজলুম সবহারা ॥

আজকে তাদের সব দায়িত্ব যদি
মাথায় তুলে চলি নিরবধি
তবেই হবে সফল আজি
তাদের স্মরণ করা ॥

সবাই এসো তাদের কাছে শিখি
জীবন দেবার জন্যে লাগে যে কী
খোদার পথে কেমন করে
কিভাবে যায় মরা ॥

খোদার পথে মরতে শেখে যারা
সকল যুগে সর্বজয়ী তাঁরা
তাদের পেয়ে হয় গো ধন্য
মানুষ এবং ধরা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *